ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশি আটকের খবরের সত্যতা

২০২৫ এপ্রিল ২০ ২০:০৮:৪৩
সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশি আটকের খবরের সত্যতা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে কটাক্ষ করায় সৌদি আরবে আকামা না দেখে ৬০ হাজার বাংলাদেশিকে আটক করা হয়েছে।

তবে এ দাবিটি ভিত্তিহীন ও অসত্য, এমনটি নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ফ্যাক্ট চেক অনুযায়ী, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতভাবে গ্রেপ্তারের পরিসংখ্যান প্রকাশ করে।

সর্বশেষ ১৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহে ২০,৬৮৮ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

এই অপরাধগুলোর মধ্যে রয়েছে: আবাসন আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ, অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা ।

এদের মধ্যে কেবল সীমান্তে আটক হওয়া ১২৬৪ জনের জাতীয়তা উল্লেখ করা হয়েছে—যার মধ্যে প্রায় ৯৭ শতাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি।

পরিসংখ্যান ও সরকারি পোস্টে কোথাও বাংলাদেশিদের আটক কিংবা বাংলাদেশে সৌদি যুবরাজকে কটাক্ষের প্রতিক্রিয়া হিসেবে গ্রেপ্তার– এ জাতীয় কিছুই নেই।

এছাড়া গত পাঁচ সপ্তাহের গ্রেপ্তার সংক্রান্ত সকল তথ্য বিশ্লেষণেও এই গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।

সৌদি যুবরাজকে বাংলাদেশে কটাক্ষ করার জের ধরে সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশিকে আকামা ছাড়াই আটক করা হয়েছে— এমন তথ্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এই ধরনের গুজব থেকে সতর্ক থাকার পাশাপাশি, ভবিষ্যতে যাচাই না করে তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে