ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও দুঃশ্চিন্তায় ৮ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ জুলাই ০৫ ২১:৫৫:৪৮
উত্থানের বাজারেও দুঃশ্চিন্তায় ৮ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: গত এক মাস ধরে দেশের শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত ৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল প্রায় ৪ হাজার ৬৬৫ পয়েন্ট, যা এক মাস পর ৩ জুলাই বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। অর্থাৎ, এক মাসে সূচক বেড়েছে ২২৯ পয়েন্টের বেশি, যা বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে।

এই ঊর্ধ্বমুখী বাজারে ১৭টি কোম্পানির শেয়ারে ২০ শতাংশের বেশি মুনাফা অর্জন করেছেন বিনিয়োগকারীরা। তবে বাজারের সামগ্রিক উন্নতির মাঝেও ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান। আলোচ্য সময়ে ৮টি কোম্পানির শেয়ারদর কমেছে ৫ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত। এর ফলে এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের লোকসান আরও বেড়েছে। তাদের হতাশা আরও বেড়েছে।

দর কমে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, শ্যামপুর সুগার, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল ব্যাংক এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলোর মধ্যে এক মাসে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৪ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দর ৩ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ১২.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দর ২৩ টাকা ১০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে বার্জার পেইন্টসের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১৯১ টাকা ৭০ পয়সা বা ১১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১ হাজার ৭৭৯ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দর ১ হাজার ৫১৮ টাকা ৯০ পয়সা।

তবে কোম্পানিটির রাইট শেয়ার অ্যাডজাস্ট হওয়াতে এমন দর কমেছে। দর কমার পরও রাইট শেয়ারের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। তবে যারা গত বছর আগস্টের আগে কোম্পানিটির শেয়ার কিনেছেন, তারা রাইট শেয়ারে মুনাফায় থাকার পরও লোকসানের বৃত্তে রয়েছেন।

গত এক মাসে দর কমা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ১৩ টাকা ৬০ পয়সা বা ১০.০৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে