ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন কোম্পানি আনতে শেয়ারবাজারে পলিসি পরিবর্তনের তাগিদ

২০২৫ এপ্রিল ১৫ ২২:৪৯:৪৪
নতুন কোম্পানি আনতে শেয়ারবাজারে পলিসি পরিবর্তনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কোম্পানির অংশগ্রহণ বাড়াতে নীতিমালায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, যদি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়, তাহলে তারা ব্যাংক থেকে ঋণ না নিয়ে শেয়ারবাজারে এসে সাধারণ মানুষের কাছ থেকে পুঁজি সংগ্রহ করবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আয়োজিত বৈশাখী গ্রাহক মেলা ‘নতুন বছর, নতুন আশা, শুরু হোক সাফল্যের গল্প গাঁথা’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, জিসকা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান এবং আইসিবি ক্যাপিটালের সিইও মাজেদা খাতুন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকারকে অবশ্যই উদ্যোগ নিয়ে নীতিমালা সংস্কার করতে হবে। কোম্পানিগুলো কী সুবিধা চায়, কেন তারা তালিকাভুক্ত হচ্ছে না—তা বুঝে পদক্ষেপ নিতে হবে। তাহলে দেশি-বিদেশি বড় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বাজারে আসবে।

তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। শোনা কথায় নয়, নিজের বিবেচনায় বিনিয়োগ করতে হবে। এখানে জুয়ার মতো আচরণ করলে ক্ষতির সম্ভাবনা খুব বেশি।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেয়ারবাজার নিয়ে ভাবছে। ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠনসহ নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, শেয়ারবাজারে ট্রেডিং মুডে না থেকে ইনভেস্টমেন্ট মুডে আসতে হবে। বাজারের উত্থান-পতন স্বাভাবিক—এটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাজেদা খাতুন বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এখনও অনেকখানিই উপেক্ষিত। ভালো সিকিউরিটিজ আনতে হলে মার্চেন্ট ব্যাংকগুলোকে গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, সাধারণ মানুষকে শেয়ারবাজারে সম্পৃক্ত করতে আইসিবিএমএল চালু করেছে ‘টিআইপি’ নামের একটি প্রোডাক্ট, যেখানে মাত্র ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। এতে কর ছাড়ের সুবিধাও থাকছে এবং এটি পরিচালনা করছেন অভিজ্ঞ এক্সপার্ট টিম।

বৈশাখী মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি,শেয়ারবাজারের টেকসই উন্নয়নে আইসিবির ভূমিকা আরও সুসংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে