ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারতের অর্থনীতির সামনে বড় বিপদ

২০২৫ এপ্রিল ১৪ ১১:১৬:২৩
ভারতের অর্থনীতির সামনে বড় বিপদ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরলে ভারতীয় রপ্তানির উপর বাড়তি শুল্ক বসানোর যে হুমকি তিনি দিয়েছেন তা বাস্তবায়িত হলে ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছে নীতি নির্ধারকরা।

মার্কিন প্রশাসন ভারতীয় কৃষি বাজারকে উন্মুক্ত করতে চাপ দিচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য সহজে ভারতের বাজারে ঢুকতে পারে। ট্রাম্পসহ অন্যান্য নেতারা স্পষ্ট করে বলেছেন ভারতকে কৃষিপণ্যের ওপর শুল্ক কমাতে হবে। তবে ভারতের জন্য এটি একটি স্পর্শকাতর ইস্যু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতীতে কৃষকদের আন্দোলনের চাপে তিনটি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিলেন। ফলে এবার মার্কিন কৃষিপণ্যে শুল্ক কমানো হলে সেই রাজনৈতিক চাপ আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের অন্যতম প্রধান রপ্তানি খাত ওষুধ শিল্প। ২০২৪ সালে ভারত ২,৭৯০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করেছে যার মধ্যে ৮৭০ কোটি ডলার গেছে যুক্তরাষ্ট্রে। যদি ওষুধে বাড়তি শুল্ক বসানো হয় তাহলে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর রাজস্ব কমে যাবে এবং কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও তৈরি হবে।

একইভাবে ভারতের ডায়মন্ড ও অলঙ্কার শিল্প এবং গাড়ি ও যন্ত্রাংশ রপ্তানিও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এসব খাতে শুল্ক বসানো হলে রপ্তানি কমবে, কর্মসংস্থান কমবে, যার সামগ্রিক প্রভাব পড়বে অর্থনীতিতে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে বিকল্প বাণিজ্যিক পথ খুঁজছে ভারত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে জানিয়েছেন ভারত ও যুক্তরাজ্যের মধ্যে শিগগিরই একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হতে পারে।

এর পাশাপাশি অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা চলছে। অর্থমন্ত্রীর মতে, “আজকের বিশ্বে বন্ধু-শত্রুর সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সবাই স্বার্থরক্ষা করতে বিকল্প বাণিজ্যিক পথ খুঁজছে।”

বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প যদি আসন্ন মাসগুলোতে শুল্ক আরোপ করেন তাহলে তাৎক্ষণিকভাবে ভারতের কিছু রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। তবে ভারত দীর্ঘমেয়াদে বিকল্প বাজার ও কৌশল তৈরি করে সেই ধাক্কা মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে