ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
Sharenews24

শুল্ক কমাতে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র

২০২৫ এপ্রিল ০৮ ০৭:০৩:২১
শুল্ক কমাতে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র

শেয়ারনিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের ফলে অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সাথে শুল্ক কমানোর জন্য যোগাযোগ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই এসব দেশের সাথে আলোচনা শুরু হবে।

সোমবার (০৭ এপ্রিল) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ সংক্রান্ত তার মন্তব্য প্রকাশ করেন। তিনি চীনের ওপর ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপের হুমকি দেন, যদি তারা যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে।

তিনি উল্লেখ করেন, ৯ এপ্রিল থেকে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি বেইজিং তার শুল্ক নীতি পরিবর্তন না করে। পাশাপাশি চীনের সঙ্গে পরিকল্পিত বৈঠকগুলো বাতিল করার কথাও জানান ট্রাম্প।

এর আগে গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে, যার মধ্যে বাংলাদেশের জন্য ৩৭ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প তার সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্কের শতকরা হার সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন, যাতে ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ওপর ২৯ শতাংশ, এবং চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক রয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, সিঙ্গাপুর, ইসরায়েল, ফিলিপাইন, চিলি, অস্ট্রেলিয়া, তুরস্ক, কলম্বিয়া, মিয়ানমার, লাওস, এবং মাদাগাস্কারের পণ্যের ওপরও বিভিন্ন শতাংশের শুল্ক আরোপ করা হয়েছে।

ছাত্রদের জন্য যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প বলেছেন, "বাণিজ্যে কখনোই বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয় না," এবং নিদর্শন হিসেবে দক্ষিণ কোরিয়া ও জাপানের গাড়ির বাজারের কথা উল্লেখ করেন।

তিনি দাবি করেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার সম্মুখীন হয়েছে, যা দেশের আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে