ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৪০ দিন পর ৯ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ এপ্রিল ০৬ ১৪:৩৪:৫৭
৪০ দিন পর ৯ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে দেশে প্রায় ৪০ দিনের ছুটি শেষে আগামী বুধবার (৯ এপ্রিল) খুলবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২৫ সালের পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতরসহ ছুটি ২ মার্চ শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ ক্লাস হওয়ার পর ৪০ দিন একটানা বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী জানিয়েছেন, “রমজান ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি সরকারী শিক্ষাপঞ্জি অনুযায়ী দেওয়া হয়েছে।”

এছাড়া, এ সপ্তাহে (৯ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে