ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘সরকার ও সংস্কার কিছু লোকের খপ্পরে পড়েছে’

২০২৫ মার্চ ২৭ ২৩:০১:১৩
‘সরকার ও সংস্কার কিছু লোকের খপ্পরে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও সংস্কারের বিষয়ে কিছু লোকের খপ্পরে পড়ে গেছে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচিত সরকার গঠিত হলে কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও বক্তব্য রাখেন।

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা যত ক্ষমতাধরই থাকুন, জনগণের বিরুদ্ধে গেলে এই সরকারেও বেশি দিন টিকে থাকতে পারবে না।’

নির্বাচনের দাবিতে ভোটারদের সচেতন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে এবং থানায় থানায় এত ইফতার কেন? এই ইফতার সভার মাধ্যমে সবাইকে সংগঠিত করা হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন হবে, তবে তার জন্য ভোটারদের কেন্দ্রে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ৩১ দফার ভিত্তিতে পরামর্শ করেছি। কিন্তু বোধহয় অন্তর্বর্তী সরকার তা পছন্দ করেনি। তাই তারা সংস্কারের দিকে যাচ্ছে।’

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে