ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো এক টাকার জামা

২০২৫ মার্চ ২৭ ২২:৫৩:২২
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো এক টাকার জামা

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী সৈয়দপুরে মাত্র ১ টাকায় ঈদের নতুন জামা পেয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বৃহস্পতিবার (২৭ মার্চ) 'আমাদের প্রিয় সৈয়দপুর' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের গোলাহাট এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করা হয়।

এই আয়োজনে ছোটদের জন্য নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট এবং প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্চিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দের পোশাক কিনতে সক্ষম হন।

শিশু শবনম ও সুমাইয়া জানান, উৎসবের সময় তাদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামার কথা শুনেই তারা ছুটে আসেন এবং পছন্দের ফ্রকটি নিয়ে যান।

সংগঠনের সভাপতি নওশাদ আনসারী জানান, মূলত সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য তাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা নেই, তারা স্বচ্ছন্দে ১ টাকার বিনিময়ে নিজেদের পছন্দমত পোশাক নিতে পারছে। সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে এই আয়োজন করেছেন।

এছাড়া, পর্যায়ক্রমে অসহায়দের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, সেমাই এবং চিনির বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কার্যক্রমটি চাঁদ রাত পর্যন্ত চলবে বলে তিনি জানিয়েছেন।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে