ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

মামলায় ফাঁসিয়ে নিজেই ফাঁসলেন ওসি আজিজ

২০২৫ জুলাই ১২ ১৯:২৫:৪২
মামলায় ফাঁসিয়ে নিজেই ফাঁসলেন ওসি আজিজ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সর্বশেষ এক কৃষককে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনগণ। দাবি উঠেছে ওসিসহ জড়িত তিন পুলিশ সদস্যের বিচারের।

গত ৪ জুলাই গভীর রাতে সাপাহারের পাতাড়ী ইউনিয়নের পূর্ব কলমুডাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশিদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, এই মামলাটি সম্পূর্ণ সাজানো এবং জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ অর্থের বিনিময়ে এ ঘটনায় জড়িয়েছে।

মামুনুর রশিদের মুক্তি এবং ওসি আজিজ, এসআই মিলন কুমার সিংহ ও এএসআই রেজোয়ানের শাস্তির দাবিতে গত ৯ জুলাই চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। তারা ‘ওসি আজিজের বিচার চাই’, ‘মামুন ভাইয়ের মুক্তি চাই’—এমন নানা স্লোগান দেন।

ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসীরা জানান, এএসআই রেজোয়ান এর আগেও রাতে বাড়িতে হানা দিয়ে গালিগালাজ ও হুমকি দিয়েছিলেন। মামুনের স্ত্রী দাবি করেন, তাদের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী পারভেজ অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরেও তার দোকান থেকে ২১টি মোবাইল ফোন জব্দ করে ১১টি চোরাই দেখিয়ে ১০টি আত্মসাৎ করে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার দাবি, “ওসি আজিজ ও রেজোয়ান একটি সিন্ডিকেট চালিয়ে মামলা বাণিজ্য করছেন।”

স্থানীয় মসজিদের খতিব রমজান আলী বলেন, মামুন একজন নিয়মিত নামাজি, তাকে কখনো মাদক সেবন করতে দেখেননি। কল্যাণ সংগঠনের সভাপতি জিয়াউর রহমান মাস্টারও জানান, ওসি আজিজ যোগদানের পর থেকেই থানায় মিথ্যা মামলা দিয়ে টাকা কামানোর প্রবণতা বেড়েছে।

সচেতন মহল দাবি করেছে, সাপাহার থানায় এক সিন্ডিকেট গড়ে উঠেছে যারা গ্রেপ্তার, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরেও পুলিশি নির্যাতনের ধরণে কোনো পরিবর্তন হয়নি বলেও অভিযোগ তাদের।

অভিযোগ প্রসঙ্গে ওসি আব্দুল আজিজ বলেন, “সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল সুবিধা না পেয়ে এসব করছে।”নওগাঁর সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে