ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

লন্ডনে ইফতার পার্টিতে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপি-নেতারা

২০২৫ মার্চ ২৭ ২২:০৮:৩২
লন্ডনে ইফতার পার্টিতে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপি-নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকলীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বিদেশে পালিয়ে যান। যাদের মধ্যে একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পালিয়ে যাওয়া নেতাদের দেখা যাওয়ার খবর প্রায়ই শোনা যায়। এছাড়া, বাংলাদেশকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে লন্ডনের বিভিন্ন অভিজাত হোটেলে তাদের গোপন বৈঠকের তথ্যও আসে।

সম্প্রতি এক ইফতার পার্টিতে প্রকাশ্যে জড়ো হতে দেখা গেছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারানেতাদের। পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বুধবার (২৬ মার্চ) ওই ইফতারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।

এছাড়া, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও সেখানে উপস্থিত ছিলেন।

নেতারা শুধু উপস্থিতই হননি, বক্তৃতাও দিয়েছেন। তারা নিজেদের মধ্যে 'রিফাইন্ড আওয়ামী লীগের' বিরোধিতা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষেও কথা বলেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে