ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে অবৈধ ভারতীয় নাগরিকরা

২০২৫ মার্চ ১১ ১১:৪০:১১
বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে অবৈধ ভারতীয় নাগরিকরা

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন ছয় হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হলো: ভারত, চীন, নেপাল, পাকিস্তান এবং ফিলিপাইন।

অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ৩,৩৯৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া, চীনের ১,০৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ এবং ফিলিপাইনের ১৩১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (নভেম্বর থেকে মার্চ) অবৈধ বিদেশি নাগরিকদের সংখ্যা ৪৩,১৬৮ জন কমেছে, যার ফলে বর্তমানে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০৯৭ জনে।

এছাড়া, এই তিন মাসে ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ২৮ মে হাইকোর্ট দেশব্যাপী বৈধ এবং অবৈধ বিদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা নির্ধারণের নির্দেশনা দেয়। একই সঙ্গে, তারা কীভাবে তাদের অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাঠান, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এখনও অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এনামুল/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে