ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২৬ ১৩:০৫:৫৭
‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেবক: "কুত্তা রাব্বি" নামে পরিচিত রাব্বি, যিনি রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের অন্যতম আসামি, ২৫ জানুয়ারি রাতে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০ জানুয়ারি, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পাশের নতুন রাস্তায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল ইসলাম বাবুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঞ্জুরুলের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের শনাক্ত করে ডিবি পুলিশ। এর পর তুফান, মুরাদ এবং অবশেষে রাব্বি গ্রেপ্তার হন। বর্তমানে রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে