ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

কোর্টকে বিতর্কিত করবেন না, পরীমণিকে সতর্ক করলেন বিচারক

২০২৫ জানুয়ারি ২৭ ১৩:০৪:০৭
কোর্টকে বিতর্কিত করবেন না, পরীমণিকে সতর্ক করলেন বিচারক

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণি গতকাল (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিযুক্ত ছিলেন।

আদালতে উপস্থিত হয়ে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিনের আবেদন করেন, এবং জানিয়ে দেন যে পরীমণি অসুস্থ থাকার কারণে গতকাল আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরেই বিচারক মামলাটি জামিনযোগ্য হওয়ার কথা উল্লেখ করে, কোর্টকে বিতর্কিত না করার জন্য মন্তব্য করেন। বিচারক বলেন, "কোর্টের ডিগনিটি রক্ষা করতে হবে, এবং আদালতে মামলার ব্যাপারে আগে থেকে কথা বলাটা কতটুকু যৌক্তিক?"

বিচারক পরীমণির আইনজীবীকে সাবধান করে বলেন, "আপনি কোর্ট অফিসার, ভবিষ্যতে এসব বিষয়গুলো খেয়াল রাখবেন"। পরে এক হাজার টাকা মুচলেকায় পরীমণিকে জামিন প্রদান করা হয়।

এ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন। এর পর তারা নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং মদের বোতল বিনামূল্যে নিতে চাইলেও না দেওয়ার কারণে পরীমণি ক্লাব ভাঙচুর করেন। এর পর নাসির উদ্দিন যখন ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং এক পর্যায়ে তাকে আঘাত করে।

এর আগে, ২০২১ সালের জুনে পরীমণি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির বিরুদ্ধে মামলা করেছিলেন, এবং পরীমণির বিরুদ্ধেও মাদক মামলা হয়েছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে