ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

খোলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে থাকা এস কে সুরের গোপন লকার

২০২৫ জানুয়ারি ২৬ ১২:১৩:৩১
খোলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে থাকা এস কে সুরের গোপন লকার

নিজস্ব প্রতিদেবক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭ সদস্যের একটি দল বর্তমানে বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের গোপন লকার খোলার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৫) দুপুরে লকার খোলার অভিযান শুরু হয়েছে। এর আগে, দুদক একটি চিঠির মাধ্যমে লকারের সামগ্রী স্থানান্তর ও হস্তান্তর না করার নির্দেশনা বাংলাদেশ ব্যাংককে দেয়। এই লকারে সুরের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী রাখা ছিল, যা লকারের সিলগালা প্যাকেট বা কৌটায় সুরের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট ছিল।

দুদকের তথ্য অনুযায়ী, গত ১৯ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়, এবং তার পরপরই দুদক জানতে পারে যে, সুরের নামে বাংলাদেশ ব্যাংকের একটি লকার রয়েছে। এরপর তদন্তে বেরিয়ে আসে যে, এটি একটি সেফ ডিপোজিট (ব্যক্তিগত লকার) যা কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হয়।

এস কে সুরের লকারগুলোতে মোট তিনটি নম্বর রয়েছে—এসডি-৪৪/৬১ (নামিনির স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী), এসডি-৪৮/১২ (নামিনির স্ত্রী), এবং এসডি-৪৭/৩৫ (নামিনির মেয়ে নন্দিতা সুর চৌধুরী)। তবে লকারের ভেতরে কী রয়েছে তা এখনও জানা যায়নি।

লকার খোলার জন্য বাংলাদেশ ব্যাংক আদালতের অনুমতি প্রয়োজন ছিল। ২২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে পরদিন আদালত লকার খোলার অনুমতি প্রদান করে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে