ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

আ. লীগের সাবেক মন্ত্রীদের ডাকার কারণ জানাল গণমাধ্যম সংস্কার কমিশন

২০২৫ জানুয়ারি ২৬ ১২:১০:২৬
আ. লীগের সাবেক মন্ত্রীদের ডাকার কারণ জানাল গণমাধ্যম সংস্কার কমিশন

নিজস্ব প্রতিদেবক: গণমাধ্যম সংস্কার কমিশন গত ২২ জানুয়ারি একটি নোটিশ জারি করে, যাতে বলা হয় যে আগামী ২৭ জানুয়ারি, সোমবার, সকাল সাড়ে ১০টায় তারা একটি মতবিনিময়সভা আয়োজন করবে। এই সভায় অংশ নিতে ডাক পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাবেক এক উপদেষ্টাসহ কয়েকজন সাবেক মন্ত্রী। সভাটি তথ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে এবং এতে ৪৭ জনের উপস্থিতি প্রত্যাশিত। ডাকা ব্যক্তিদের মধ্যে আছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হাসান চৌধুরী, এবং মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে প্রশ্ন উঠেছে, কেন এমন ব্যক্তি যারা নানা অভিযোগের সম্মুখীন, তাদের মতবিনিময়সভায় ডাকা হয়েছে। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন, যে ব্যক্তি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ধারণ করেন, তাদের মতামত শোনা প্রয়োজন। তার মতে, এসব ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, তাদের লাইসেন্স বাতিল হয়নি এবং সরকার তাদের চ্যানেল বন্ধ করেনি। সুতরাং, অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানার জন্য তাদের ডাকা হয়েছে।

কামাল আহমেদ আরও বলেছেন, সাংবাদিক নেতাদের নয়, শুধু টেলিভিশনের লাইসেন্সধারীদের ডাকা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে