ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাকিবের ক্রিকেট ও দেশে ফেরা নিয়ে যা বললেন সুজন

২০২৫ জানুয়ারি ২৪ ১৭:৪১:৫১
সাকিবের ক্রিকেট ও দেশে ফেরা নিয়ে যা বললেন সুজন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন, সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ এবং দেশে ফেরার ব্যাপারে মন্তব্য করেছেন। সাকিব আল হাসান, যিনি গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি, তার অবসর নেওয়ার স্বপ্নও পূরণ হয়নি। এ ছাড়া, সাকিব এখন এক বছরের বোলিং নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটে অংশ নিতে পারছেন না।

সুজন জানিয়েছেন, সাকিবের অনুপস্থিতি দেশের টুর্নামেন্টগুলোর আকর্ষণ কমিয়ে দিয়েছে, কারণ সাকিব বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান এবং আইকনিক খেলোয়াড়। তিনি বলেছেন, "সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার।" সুজন আরও বলেন, "একদিন তাকে অবসর নিতেই হবে," উল্লেখ করে তিনি সাকিবের খেলতে না পারার জন্য চিটাগাং কিংসের ক্ষতির কথা তুলে ধরেন, যেহেতু তারা সাকিবকে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে নিয়েছিল।

দেশের হয়ে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে, এবং এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি। সাম্প্রতিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডেও তিনি নেই, ফলে সাকিবের খেলার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

সুজন বলেন, "আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে, একদিন সে দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক।"

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে