ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, নাতি-নাতনি বাদ

২০২৫ জানুয়ারি ২৫ ১৪:৫৬:২৪
ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, নাতি-নাতনি বাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাদ দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা সংরক্ষিত রাখা হয়েছে। এই পদক্ষেপকে যৌক্তিক সংস্কার হিসেবে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

তিনি জানান, ঢাবিকে একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে এই কোটা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে তিনি ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।

এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত চলে, এবং ঢাকা ও বিভাগীয় শহরগুলিতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় ৭১ হাজার ৪ জন এবং বিভাগীয় শহরগুলোতে ৫৪ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে