ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

২০২৫ জানুয়ারি ২৫ ১৬:২৮:৫০
মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলায় একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’

ওসি আরো বলেন, আজিদা পারভীন চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে পাবনা করাগারে পাঠানো হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে