ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারতে পালিয়ে গিয়েও আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

২০২৫ জানুয়ারি ২৫ ১১:২৫:০২
ভারতে পালিয়ে গিয়েও আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে আরাম-আয়েশ করছে, কিন্তু পালানোর সময় তাদের কর্মীদের সঙ্গে নেয়নি। আজ সেই কর্মীরা বাড়ি ফিরে থাকতে পারছেন না।’’ তিনি বলেন, ‘‘বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে, তাদের আটক করে নির্যাতন করা হয়েছে। এমনকি ইমাম ও আলেম-ওলামাদের ওপরও নির্যাতন চালানো হয়েছে।’’

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। সভাটি ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, ‘‘দেশে একটি রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে, যা শুধু তাদের সুবিধা করছে যারা ভারতে পালিয়ে আছে। এই বিভাজন থেকে বের হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতির স্বার্থে।’’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘‘নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। যদি কোনো নেতা অত্যাচারী হয়, মানুষের অধিকার হরণ করে বা জমি দখল করে, তাহলে সেই নেতার প্রতি আমাদের কোনো দায়-দায়িত্ব নেই।’’ তিনি ভারতে বসে গুজব ছড়ানোদের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘কিছু মানুষ ভারতে বসে গুজব ছড়াচ্ছে যে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছি। কিন্তু যারা এভাবে কথা বলছে, তারা নিজেদের পালিয়ে গিয়েছিল। এখন আমাদেরকে বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না। এটা খুবই হাস্যকর।’’

সভায় আরও বক্তব্য রাখেন বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান এবং আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা এবং বক্তব্যে পরিষ্কারভাবে দেশের মানুষের জন্য একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে