ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভয়ে চাকরি ছাড়ছেন ভারতীয় শিক্ষার্থীরা

২০২৫ জানুয়ারি ২৫ ১৫:৫২:৫২
ভয়ে চাকরি ছাড়ছেন ভারতীয় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ভারতের শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের খণ্ডকালীন চাকরি ছাড়ছেন, কারণ তাঁরা দেশে ফেরত পাঠানোর ভয়ে রয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে এসব শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকছেন। তারা এখনো এফ-১ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং শর্তানুযায়ী ক্যাম্পাসের ভিতরে সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পাচ্ছেন। তবে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে খুচরা দোকান, রেস্তোরাঁ বা গ্যাস স্টেশনেও কাজ করতেন তাদের জীবনযাত্রার খরচ মেটানোর জন্য।

ট্রাম্প প্রশাসন ফের ক্ষমতায় আসায় অভিবাসন নীতি কঠোর হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা শিক্ষার্থীদের ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। তাদের অনেকেই উদ্বেগের কারণে তাদের অতিরিক্ত চাকরি ছেড়ে দিয়েছেন, কারণ এ ধরনের অননুমোদিত কাজের জন্য অভিবাসন কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে পারে। এসব শিক্ষার্থী তাদের পরিবার থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে পড়াশোনা করছে, তাই তাদের ভিসা হারানোর চিন্তায় তাঁরা কোনো ঝুঁকি নিতে চান না।

এই পরিস্থিতিতে, কিছু শিক্ষার্থী তাদের সঞ্চয়ের উপর নির্ভর করছে এবং আর্থিক চাপের মধ্যে পড়েছেন। কিছু শিক্ষার্থী বন্ধু বা পরিবারের কাছে অর্থ ধার করছেন, তবে তাদের মনে হচ্ছে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। অনেকেই ভবিষ্যতে পরিস্থিতি দেখে চাকরি পুনরায় শুরু করার পরিকল্পনা করছেন, তবে এই মুহূর্তে তারা কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে