ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

২০২৫ জানুয়ারি ২৫ ১৪:৫২:৩৭
হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক: যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা যায়।

জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা দেওয়া পর থেকে দেখা যায় জটিলতা। পরের স্টেশনে ট্রেনটি ১টা ২৫ মিনিটে আসার কথা থাকলেও ১টা ৩২ মিনিটেও আসনি। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগেই মাঝ পথে বন্ধ হয়ে যায়।

প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকার পর আবার ট্রেনটিকে উত্তরা সেন্টারে নেওয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।

এ অবস্থায় ভোগান্তিতে পরে হাজারো যাত্রী। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকার কারণে সাধারণ দিনের তুলনায় যাত্রীয় চাপও ছিল বেশি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে