ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আবারও মেজাজ হারালেন তামিম, এবার ক্ষোভের শিকার যে ক্রিকেটার

২০২৫ জানুয়ারি ১৯ ১৮:৩৪:০৭
আবারও মেজাজ হারালেন তামিম, এবার ক্ষোভের শিকার যে ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : বিপিএলের চলতি আসরে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যেন এক ভিন্ন রূপে দেখা যাচ্ছে। গত কয়েকটি ম্যাচেই তিনি মেজাজ হারিয়ে বিতর্কিত পরিস্থিতিতে জড়িয়েছেন। আজ (১৯ জানুয়ারি) চিটাগাং কিংসের বিপক্ষে একটি ম্যাচে আবারও তামিম ইকবাল মেজাজ হারান এবং সতীর্থ ডেভিড মিলারের সঙ্গে তর্কে লিপ্ত হন।

চিটাগাং কিংসের দেয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল রান আউট হন। এই ঘটনায় তামিম কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন এবং সতীর্থ মালানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে তামিম আলিস আল ইসলামের করা ডেলিভারি শর্ট কভারে ঠেলে দিয়ে রানের জন্য দৌড়াতে যান, তবে মালান সাড়া না দেওয়ায় তামিম ফিরে আসেন। এরপর উইকেট ভেঙে দেওয়ার পর তামিম মাঠ ছাড়ার সময় মালানকে কিছু কথা বলতে দেখা যায়।

এই পরিস্থিতিতে তামিম মাঠ ছাড়তে ছাড়তে মালানকে জিজ্ঞাসা করেন কেন সিঙ্গেল নেয়নি এবং এর পরপরই তিনি মালানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মাঠে তামিম ও মালানের মধ্যে এই তর্কের কারণে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। চিটাগাং কিংসের ফিল্ডাররা তখন তাদের মধ্যে বিরোধ থামাতে এগিয়ে যান।

এর আগে তামিম রংপুরের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। মেজাজ হারানোর এই ঘটনা এবার তামিমের জন্য আরও একটি বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তামিমের এই আচরণ বিপিএল আসরে বেশ আলোচনায় এসেছে এবং ক্রিকেটপ্রেমীরা তার মেজাজের অবনতির পেছনে কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে