ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে কারসাজির অভিযোগ, শাস্তির কবলে ৭ কোম্পানি

২০২৫ জানুয়ারি ১৮ ১৮:৪৪:৪৫
শেয়ারবাজারে কারসাজির অভিযোগ, শাস্তির কবলে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: ভারতের শেয়ারবাজারে আবারও কারচুপির অভিযোগ উঠেছে, যার ফলে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ মোট সাতটি কোম্পানিকে শাস্তির আওতায় এনেছে। এই কারণে তাদের আপাতত শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোম্পানিগুলো কোনো শেয়ার লেনদেন করতে পারবে না।

সম্প্রতি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পাচেলি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড (পিআইএফএল) নিয়ে শেয়ার জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগের তালিকায় আরও রয়েছে অভিজিৎ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ক্যালিক্স সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, হিবিস্কাস হোল্ডিংস, অ্যাভাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস, এডোপ্টিকা রিটেইল ইন্ডিয়া এবং সালফার সিকিউরিটিজ।

পিআইএফএলের বাজার মূলধন ছিল ৪০ কোটি টাকা, যা মাত্র আট মাসের মধ্যে ৪ হাজার কোটিতে গিয়ে পৌঁছেছে। বিষয়টি নজরে আসার পর সেবি তদন্ত শুরু করে। ২০২২ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত পিআইএফএলের শেয়ার দরের আচমকা উর্দ্ধগতির ঘটনাও তদন্তের কারণ হয়েছে, যেখানে শেয়ারটি ২১.০২ টাকা থেকে ৭৮.২০ টাকায় উঠে যায়, অর্থাৎ দেড় মাসের মধ্যে শেয়ারটির দাম ২৭২ শতাংশ বেড়ে যায়।

বৃহস্পতিবার সেবি পিআইএফএলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করেছে, যেখানে উল্লেখ রয়েছে যে, ওই নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ছ’টি কোম্পানি থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। পরে সেই ঋণকে অগ্রাধিকার ভিত্তিতে ইক্যুইটিতে রূপান্তর করে ৫১ কোটিরও বেশি শেয়ার ইস্যু করেছে পিআইএফএল।

সেবি জানিয়েছে, তারা পিআইএফএলের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করেছে এবং সেখানে ঋণের লেনদেনের জালিয়াতি চিহ্নিত করেছে। এর ফলে কোম্পানির কর্ণধার এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে