ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সেই পান্নুন, উদ্বেগে ভারত

২০২৫ জানুয়ারি ২৫ ১২:৫৪:০০
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সেই পান্নুন, উদ্বেগে ভারত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পান্নুন। তাঁর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত, কারণ ভারতের গোয়েন্দা সংস্থাগুলি দাবি করেছে যে, পান্নুনকে যুক্তরাষ্ট্রে হত্যার চেষ্টা করা হয়েছিল।

এই বিষয়টি প্রকাশের পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়াও, কানাডায় খালিস্তানপন্থি আরেক নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতকে দায়ী করেছে টরেন্টো, যা আরও উত্তেজনা সৃষ্টি করেছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে পান্নুন স্লোগান দিতে দেখা যায়, যেখানে তিনি "খালিস্তান জিন্দাবাদ" বলে চিৎকার করেন, যখন অন্যান্যরা "আমেরিকা" বলে স্লোগান দিচ্ছিলেন। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা আমেরিকার সঙ্গে দ্রুত এই বিষয়ে কথা বলবে। পান্নুনের বিরুদ্ধে ২০২১ সালে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে