ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ: ফাওজুল কবির

২০২৫ জানুয়ারি ২৫ ১৬:৩৮:৪৬
বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ: ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য কঠোর চাপের মুখে রয়েছে। তিনি বলেন, “৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দেয়া সম্ভব? বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর ব্যাপক চাপ রয়েছে।”

এই মন্তব্যটি তিনি ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে এক সেমিনারে করেছেন। তিনি আরও বলেন, প্রতিদিনই সরকারকে জ্বালানির মূল্য পরিশোধের চাপের মধ্যে থাকতে হয়। ফাওজুল কবির খান এসময় ভারতের আদানি গ্রুপের প্রসঙ্গ তুলে বলেন, “ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে থাকে।”

এছাড়া, তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৫ বছর ধরে অব্যাহত অপব্যবহার এবং লুটপাটের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা উচিত। এতে এই খাতে অনিয়মের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা হবে।

ফাওজুল কবির আরও উল্লেখ করেন যে, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এসব খাতে সকল প্রকল্প উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে।

অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমও জ্বালানি খাতে অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে জোর দাবি জানান। তিনি বলেন, "গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর আগে অপচয় এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।"

এছাড়া, তিনি জ্বালানি খাতে শক্তিশালী ট্রাইব্যুনাল গঠন করার ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে এই খাতে সংগঠিত লুটপাটের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে