ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারতে ১০ সংসদ সদস্য সাসপেন্ড, নেপথ্যে যে কারণ

২০২৫ জানুয়ারি ২৫ ১১:১৬:৫৭
ভারতে ১০ সংসদ সদস্য সাসপেন্ড, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: ভারতের যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) গত শুক্রবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তীব্র বিতণ্ডা হয়। বিরোধী দলগুলি অভিযোগ করে যে, খসড়া বিল খুঁটিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিজেপির এমপি নিশিকান্ত দুবে।

এ পরিস্থিতিতে অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদ (এআইএমআইএম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি সহ ১০ বিরোধী সংসদ সদস্যকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হওয়া সদস্যরা হলেন কল্যাণ ব্যানার্জি (তৃণমূল কংগ্রেস), মোহাম্মদ জাভেদ (কংগ্রেস), এ রাজা (ডিএমকে), আসাদুদ্দিন ওয়াইসি (এআইএমআইএম), নাসির হোসেন (কংগ্রেস), মোহিবুল্লাহ (সমাজবাদী পার্টি), এম আবদুল্লাহ (ডিএমকে), অরবিন্দ সাবন্ত (শিবসেনা), নাদিমুল হক (তৃণমূল) এবং ইমরান মাসুদ (কংগ্রেস)।

এমন পরিস্থিতিতে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে