ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনের জন্য নতুন নিয়ম

২০২৫ জানুয়ারি ২৪ ২৩:৩৭:২৬
জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনের জন্য নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে যানজট কমাতে এবার বিজয় সরণি মোড়ে নতুন নিয়মে যান চলাচলের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, জাহাঙ্গীর গেটের দিক থেকে আসা কোনো যানবাহন বিজয় সরণিতে মোড় দিয়ে ডানে যেতে পারবে না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়ম আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। এর ফলে যানজট কমেছে। জনসাধারণ ইতোমধ্যে যার সুফল পেতে শুরু করেছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর গেটের দিক থেকে আসা মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড় হয়ে ডানে মোড় নিতে পারবে না।

এ সব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে