ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাড়ে ৯ টায় লেনদেন থেকে আপাতত সরে এসেছে সিএসই

২০২৫ জানুয়ারি ২৪ ২২:৫৪:২১
সাড়ে ৯ টায় লেনদেন থেকে আপাতত সরে এসেছে সিএসই

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু করার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর অনুরোধে এক সপ্তাহের জন্য এই পরিবর্তন স্থগিত করা হয়েছে।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান বলেন, আমরা লেনদেন সূচি পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ডিএসইর অনুরোধের প্রেক্ষিতে আমরা এক সপ্তাহের জন্য এটি স্থগিত করেছি। লেনদেন সূচি নিয়ে ডিএসইর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।

তিনি আরও জানান, আইন অনুযায়ী লেনদেন সময় বাড়ানোর সুযোগ থাকার কারণে এই পরিবর্তনের চিন্তা করা হয়েছিল, বিশেষ করে সিএসইতে সাধারণত লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে কম।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র রেজাউল করিম উল্লেখ করেন, স্টক এক্সচেঞ্জ তাদের নিজস্ব বিধিমালার ভিত্তিতে লেনদেনের সময় নির্ধারণ করতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে লেনদেন সূচি বিএসইসি দ্বারা নির্ধারিত হতে পারে।

এদিকে, সিএসইর লেনদেন সময় পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসের সংগঠন ডিবিএ। তারা সিএসই’র প্রতি আহ্বান জানিয়েছে যে, লেনদেন সময় আগের মতো সকাল ১০টায় রাখার জন্য।

ডিবিএ জানিয়েছে, একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জের পৃথক ট্রেডিং সময়সূচি থাকা নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত।

সংগঠনটি আরও উল্লেখ করেছে, একই সময়ে উভয় এক্সচেঞ্জে ট্রেডিং শুরু হলে বিনিয়োগকারীরা প্রতিযোগিতামূলক দামে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন। সিএসইর ট্রেডিং কার্যক্রম এবং শেয়ার ভলিউমের দিকে তাকালে মোট শেয়ারের মাত্র পাঁচ শতাংশ ডিএসইর তুলনায় সিএসইয়ে রয়েছে।

ডিবিএ সতর্ক করেছে, উভয় এক্সচেঞ্জের মধ্যে পৃথক ট্রেডিং সূচির ফলে দ্বৈত সদস্য কোম্পানির ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যাহত হতে পারে, যা বাজারের কার্যক্রম ও বিনিয়োগকারীর আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে সিএসইর নতুন ট্রেডিং সময়সূচির সিদ্ধান্ত প্রত্যাহার করতে এবং বিদ্যমান সময়সূচি সকাল ১০টায় দেয়ার জন্য সিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে