ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবারের বিশ্ব ইজতেমা হবে ৩ পর্বে

২০২৫ জানুয়ারি ২৫ ১১:৩৩:৫৬
এবারের বিশ্ব ইজতেমা হবে ৩ পর্বে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। তবে এখনও এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তিনি ২৫ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০ টায় কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ইজতেমার প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা পরিচালনা করবেন এবং তৃতীয় পর্ব মাওলানা সাদ পন্থীরা করবেন। মৌখিকভাবে জানানো হলেও, সরকারি প্রজ্ঞাপন এখনো আসেনি।

প্রথম দুই পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীরা তাদের পর্ব সম্পন্ন করবেন।

শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুরায়ি নিজাম ইজতেমার দুটি পর্ব অনুষ্ঠিত হবে। প্রস্তুতিপর্বের কাজও এগিয়ে চলছে।

এদিকে, মাওলানা সাদ পন্থীরা ১৪-১৬ ফেব্রুয়ারি তাদের পর্বের আয়োজন করবেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে