ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৮ ২২:১৪:৩৯
জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তারা জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন।

বুধবার (০৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, "আমরা একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, যেন স্থানীয় সরকার সত্যিই জায়গাভিত্তিক হয়ে উঠতে পারে এবং সরকারের একটি সুনির্দিষ্ট রূপ দেয়া সম্ভব হয়।"

বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ড. ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও অন্তর্বর্তী সরকার কাজ করছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ২০২৫ সালের শেষদিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী কিছু সংস্কার করা হলে, তখন হয়তো ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তিনি আরো যোগ করেন, যদি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত পরিবর্তনগুলো সম্পন্ন হয়, তবে নির্বাচনের জন্য আরও অন্তত ৬ মাসের অতিরিক্ত সময় লাগতে পারে। সুতরাং, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যেতে পারে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে