ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিএসসির তিন সদস্যের নিয়োগে তোলপাড়: জানা গেল মূল কারণ

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:৪৯:৫৫
পিএসসির তিন সদস্যের নিয়োগে তোলপাড়: জানা গেল মূল কারণ

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া তিন সদস্যের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের একাংশ এই নিয়োগকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ হিসেবে অভিহিত করে তাদের অব্যাহতির দাবি তুলেছে। এমনকি পিএসসির নিজস্ব কর্মকর্তারাও এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন:

ডা. সৈয়দা শাহিনা সোবহান: সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন তার বাবা। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ বন্ধু বলে অভিযোগ রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ: ডিজিএফআইয়ের সাবেক ডিজি। দায়িত্ব পালনকালে ‘আয়নাঘর’ নিয়ে বিতর্ক রয়েছে।

ড. মো. মিজানুর রহমান: বিসিএস ৮৫তম ব্যাচের কর্মকর্তা এবং বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক, যা প্রশাসন ক্যাডারদের জন্য গুরুত্বপূর্ণ।

নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা এই নিয়োগকে পক্ষপাতমূলক এবং যোগ্যতাবিরোধী বলে মনে করছেন।

পিএসসির এক কর্মকর্তা বলেন, “পিএসসির সুনাম ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এমন বিতর্কিত নিয়োগ সেসব উদ্যোগ ব্যর্থ করে দিতে পারে। এতে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও আগামীকাল (৯ জানুয়ারি) শপথ নেওয়ার কথা, পরিস্থিতি অনিশ্চিত।

শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দ্রুত এই তিন সদস্যের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন।প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক বলেন, “পিএসসির নিয়োগ প্রক্রিয়া সরকারের উচ্চপর্যায় থেকে অনুমোদিত। আমরা কেবল প্রজ্ঞাপন প্রকাশ করি।”

এই বিতর্ক পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও সুনামের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত দ্রুত এই সংকট সমাধান করা, যাতে ছাত্র-জনতার আস্থা পুনরুদ্ধার হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে