ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিশ্ব ইজতেমা ময়দানের নিষে ধাজ্ঞা তুলে নেওয়ার পেছনে বড় সিদ্ধান্ত

২০২৫ জানুয়ারি ০৩ ১২:০৭:৪৬
বিশ্ব ইজতেমা ময়দানের নিষে ধাজ্ঞা তুলে নেওয়ার পেছনে বড় সিদ্ধান্ত

১৬ দিন পর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকায় জারি করা নিষেধাজ্ঞা আজ ২ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এ নিষেধাজ্ঞা আরোপের পেছনে মূল কারণ ছিল, ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ। ওই সংঘর্ষে তিনজন নিহত হন এবং শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে