ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০২৪ আগস্ট ১৭ ১৮:০৮:৪৬
চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে কলেজছাত্র তানভীর ছিদ্দিকীকে (১৯) হত্যার অভিযোগ এনে থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ।

মামলায় আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চসিকের তিন কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই সংঘর্ষের সময় নিহত তানভীরের চাচা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইসরারুল হক ও নূর মোস্তফা টিনুসহ ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪০ থেকে ৫০ জনকে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে