ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

বড়দের সেল প্রেসারে শেয়ারবাজারে বড় সংশোধন

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৫:১৪:৩২
বড়দের সেল প্রেসারে শেয়ারবাজারে বড় সংশোধন

নিজস্ব প্রতিবেদক : আগের দিন সোমবার মুনাফা তোলার চাপে শেয়ারবাজারে বড় সংশোধন হয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ২২ পয়েন্টের বেশ

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বড়দের সেল প্রেসারে পতন আরো ঘনীভূত হয়েছে। আজ সূচকের পতন হয়েছে ৩০ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের শুরুতে সূচক ইতিবাচক দেখা যায়। লেনদেনের ১৮ মিনিটের মাথায় সূচক আগের দিনের চেয়ে কিছুটা কমে যায়। তবে কিছুক্ষণ পরই বাজার বুলিশ ট্রেন্ডে এগুতে থাকে। এক পর্যায়ে বেলা ১১ টাক ৪০ মিনিটে ডিএসইর সূচক ৬ হাজার ৪৬৮ পয়েন্টে উঠে যায়। আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট ওপরে উঠে লেনদেন হয়।

তারপর থেকেই সূচক নামতে থাকে। দিনশেষে সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্টের বেশি পড়ে যায়। এতে দেখা যায়, আজ সূচক যেখানে উঠেছিল, সেখান থেকে ৭৪ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড়দের সেল প্রেসার বাজার নিতে পারেনি। যার কারণে সূচক ওপরে উঠে অনেক নিচে পড়ে যায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের লেনদেন দেখে মনে হচ্ছে বড়রা ছোটদের ভয় দেখাচ্ছে। তারা কম দামে শেয়ার গোছাতে এভাবে সেল প্রেসারের চাপ দেখায়। যাতে ছোটরা ভয় পেয়ে শেয়ার ছেড়ে দেয়।

তারা বলছেন, বাজারে যে ভলিউমে লেনদেন হচ্ছে, তাতে পরিস্কারভাবে বুঝা যায় বাজারে বড়দের টাকা ঢুকছে। পাশাপাশি স্মার্ট মানিও প্রতিদিন যোগ হচ্ছে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯১৩ পয়েন্টে। তবে আজ ডিএসই-৩০ সূচক বেড়েছে। ডিএসই-৩০ সূচক ৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭১ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন ৩৯৩টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৯৭টির, কমেছিল ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে