ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

রিজার্ভ বাড়াতে এবার বিশ্ব ব্যাংকের বাড়তি বাজেট সহায়তায় নজর

২০২৩ ডিসেম্বর ২৩ ১৪:০৬:৪৭
রিজার্ভ বাড়াতে এবার বিশ্ব ব্যাংকের বাড়তি বাজেট সহায়তায় নজর

নিজস্ব প্রতিবেদক :ডলার সঙ্কট ও রিজার্ভ ক্ষয়ের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের কাছে বাড়তি ২৫ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থাটির কাছে মোট ৫০ কোটি ডলার ঋণ চেয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

অর্থনীতির ধীরগতি কাটানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রার স্থিতি শক্তিশালী রাখতে ‘সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ প্রকল্পের আওতায় এ ঋণ চাওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদনের পর চলতি অর্থবছরের মধ্যে এ নিয়ে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের।

এ বিষয়ে বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব গণমাধ্যমকে বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের অনুমোদন বিশ্ব ব্যাংক বোর্ডে বিবেচনার কথা রয়েছে। আশা করা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে চলতি অর্থবছরের মধ্যে চুড়ান্ত চুক্তি হতে পারে বলেও জানান তিনি।

ইআরডি সূত্র জানায়, অর্থ বিভাগের পরামর্শ অনুযায়ী চলতি মাসের প্রথম দিকে বিশ্ব ব্যাংকের কাছে ওই প্রকল্পের বিপরীতে মোট ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাজেট সহায়তার অংশ হিসেবে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (সাবপ্রোগ্রাম-১) এর আওতায় ৪০ কোটি ডলার দিয়েছে। এ অর্থ ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে