ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে নারী অপহরণের অভিযোগ

২০২৫ আগস্ট ২৭ ১৫:৫৭:১৮
জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে নারী অপহরণের অভিযোগ

বিনোদন ডেস্ক: ভারতের কোচির এনার্কুলামে এক প্রযুক্তিবিদকে অপহরণ ও লাঞ্ছিত করার অভিযোগে মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেননের নাম প্রথম আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বন্ধুও অভিযুক্ত হয়েছেন। অভিযোগকারী এনার্কুলাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, একটি বারে সংঘর্ষের পর প্রতিশোধমূলক উদ্দেশ্যে ভুক্তভোগীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত অভিনেত্রী লক্ষ্মী বর্তমানে আত্মগোপনে রয়েছেন, তবে বাকিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ঘটনার সূত্র অনুযায়ী, এনার্কুলামের আলুভার বাসিন্দা প্রযুক্তিবিদ আলিয়ার শাহ সলিম বারটি ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্তরা তাঁদের গাড়ির পিছনে ধাওয়া করে। রাত সাড়ে ১১টার দিকে উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে গাড়ি থামিয়ে তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে বের করে এনে মারধর করা হয়।

অভিযোগ অনুসারে, আলিয়ার শাহ সলিমের মুখ বেঁধে মারধর করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের সময় ব্যবহৃত গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।

লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের ‘রাঘাবন্তে স্বত্তম রাজিয়া’ ছবির মাধ্যমে মালায়ালাম সিনেমায় অভিষেক করেছিলেন। এরপর তিনি ‘সুন্দরপান্ডিয়ান’, ‘কুট্টি পুলি’, ‘জিগারথান্ডা’ এবং ‘মিরুথান’-এর মতো মালায়ালম ও তামিল ছবিতে অভিনয় করেছেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে