ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রদল নেতার ফোন চুরি, ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

২০২৫ আগস্ট ২৭ ১৬:০৩:১৮
ছাত্রদল নেতার ফোন চুরি, ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসানের দুটি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরির পর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক অস্বাভাবিক ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে অনুসারীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

মেহেদীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টগুলোতে কিছু সংখ্যামূলক স্লোগান এবং ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ বার্তা অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি নিয়ে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সতর্ক করে বলেন, “মেহেদীর ফোন চুরি হয়েছে। তার অ্যাকাউন্ট থেকে যে কোনো বিভ্রান্তিকর পোস্ট বা মেসেজ এড়িয়ে চলুন।” জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম মন্তব্য করেন, এটি সাধারণ ছিনতাই নয়, বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি বলেন, “সাধারণভাবে র‌্যান্ডম ছিনতাইকারী আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করে না। মনে হচ্ছে, এই ঘটনার পেছনে একটি সংগঠিত গোষ্ঠী রয়েছে।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে