ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

কারাগারে ফোনে কথা বলতে পারবেন ইমরান খান

২০২৩ সেপ্টেম্বর ০১ ১৬:১৮:১৪
কারাগারে ফোনে কথা বলতে পারবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের একটি আদালত এটির অনুমতি দেয়। দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবর।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার সন্তানদের সাথে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে এবং এটক জেল সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি এবং সিরাজ আহমেদের মাধ্যমে শিশুদের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেন। আবেদনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, আমি আমার ছেলে কাসিম এবং সুলাইমান খানের সাথে ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।"

সংবাদমাধ্যমটি বলছে, আদালতের নির্দেশের পর পিটিআই চেয়ারম্যান তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়ে জেল কর্তৃপক্ষের অবস্থান নিয়ে আলোচনা করেছে পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতর। ইন্সপেক্টর জেনারেল (আইজি প্রিজন) মিয়া ফারুক নাজির পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনো সুবিধা নেই এবং এ সুবিধাটি শুধু লাহোরের কোর্ট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে, যেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন।

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে