ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

রাহুল গান্ধীই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী

২০২৩ আগস্ট ২৮ ০৬:২২:৪৭
রাহুল গান্ধীই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : ভারতের আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী।

শনিবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

রাজস্থানের মুখ্যমন্ত্রী একই সঙ্গে আরও বলেন, ২৬টি বিরোধীদলের জোটের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিষয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর বড় হয়ে দাঁড়ায়। দেশের বর্তমান পরিস্থিতির কারণে সব দল আজ একত্রিত হয়েছে।

চন্দ্রযান ৩ এর সাফল্যের প্রশ্নে বলেন, ‘পণ্ডিত জওয়াহের লাল নেহরু ইসরো প্রতিষ্ঠা করেছিলেন। আজ যদি ইসরো না থাকত, তাহলে চন্দ্রযান কীভাবে এই সাফল্যের মুখ দেখত?

তিনি বলেন, পণ্ডিত নেহরু সেই ভিত্তি স্থাপন করেছিলেন যেখান থেকে আজ দেশ এগিয়ে যাচ্ছে। টিওআই।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে