ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চাঁদের বুকের সেই জায়গাটির নামকরণ করল ভারত

২০২৩ আগস্ট ২৬ ১৩:৩৫:১১
চাঁদের বুকের সেই জায়গাটির নামকরণ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম প্রথমবারের মতো চাঁদে পা রাখার জায়গার নাম দিয়েছে ভারত। এখন থেকে চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত ওই স্থানটিকে বলা হবে ‘শিব শক্তি’ বিন্দু।

শনিবার (২৬ আগস্ট) বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো-এর বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নাম দেন। দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফরের পর, তিনি সফল চন্দ্র অভিযানের জন্য ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে ব্যাঙ্গালোরে যান।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, আজকের সম্মেলন চাঁদের বুকে অবতরণের স্থানের নামকরণের সম্মেলন। বিক্রম ল্যান্ডার যেখানে পা রেখেছে তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই স্থানটির নাম এখন থেকে ‘শিব শক্তি’ পয়েন্ট। শিব শক্তি নামের শক্তি এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।

এ ছাড়া ২০১৯ সালে চন্দ্রযান-২ যেখানে বিধ্বস্ত হয়েছিল সে স্থানটির নাম ‘তেরাঙ্গা’ পয়েন্ট রেখেছে ভারত। একই সঙ্গে ২৩ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘এই দিবসটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে। দিনটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

এর আগে ভারতের তৈরি চন্দ্রযান-৩ গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ০২ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।

শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে