ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই শিক্ষার্থীকে নারী অধ্যক্ষের যৌন নিপীড়ন, ১৫ বছর জেল

২০২৩ আগস্ট ২৪ ১৭:৫৬:৩৭
দুই শিক্ষার্থীকে নারী অধ্যক্ষের যৌন নিপীড়ন, ১৫ বছর জেল

নিজস্ব প্রতিবেদক : দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার একটি আল্ট্রা-অর্থোডক্স ইহুদি স্কুলের সাবেক নারী প্রিন্সিপালকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত এপ্রিল মাসে মালকা লেইফারকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে ১৬-১৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ, অশ্লীল আক্রমণসহ ১৮টি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

তবে একটি জুরি তাকে নয়টি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। যদিও ৫৬ বছর বয়সী লেইফার অ্যাডাস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলি নাগরিকত্বধারী লেইফার ২০০৮ সালে ইসরায়েলে পালিয়ে যান। কিন্তু দুই বছর আগে তাকে ইসরায়েল থেকে অস্ট্রেলিয়ায় হস্তান্তর করা হয়।

ভিক্টোরিয়া কাউন্টি আদালতের বিচারক মার্ক গ্যাম্বল জানিয়েছেন, তিনি ১১ বছর ছয় মাস প্যারোলের মেয়াদ নির্ধারণ করেছেন। তবে লেইফার দুই হাজার ৬৯ দিন যে দায়িত্ব পালন করেছেন তা বিবেচনায় নেওয়া হবে।

মামলার রায়ে বলা হয়েছে, ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে মেলবোর্নের একটি স্কুলের মাঠে, তালাবদ্ধ স্টাফ অফিসে, স্কুল ক্যাম্পে এবং লেইফারের বাড়িতে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ এনেছিলেন তিন বোন। আদালত লেইফারকে তাদের দুজনের বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে।

রায়ের পর আদালতের বাইরে এক অভিযোগকারী সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা খুব কম ছিল। কারণ নারী অপরাধীদের সম্পর্কে খুব কম অভিযোগ করা হয়।

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে