ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা ছাড়ছেন ভারতীয় কূটনীতিকদের পরিবার

২০২৬ জানুয়ারি ২১ ০৭:০৬:৩৭
ঢাকা ছাড়ছেন ভারতীয় কূটনীতিকদের পরিবার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বার্তাসংস্থা পিটিআই-এর বরাত দিয়ে একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে আমলে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকায় ভারতের প্রধান হাইকমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে একাধিক সহকারী হাইকমিশন সক্রিয় রয়েছে। সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেবল ঢাকা নয়, বরং দেশের সবকটি মিশনে কর্মরত ভারতীয় কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও এখন ভারতে ফিরে যাবেন। তবে কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ফিরে গেলেও বাংলাদেশজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম এবং সেবা প্রদান যথারীতি অব্যাহত থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এটি একটি সম্পূর্ণ কৌশলগত ও সতর্কতামূলক পদক্ষেপ। যদিও মিশনগুলো খোলা থাকবে এবং কূটনীতিকরা তাঁদের দায়িত্ব পালন করে যাবেন, কিন্তু তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এখন দিল্লির অন্যতম অগ্রাধিকার। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে ভারতের এই ধরণের বড় সিদ্ধান্ত প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিবেশী দেশের এমন কূটনৈতিক পদক্ষেপ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরণের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই ধরণের নিরাপত্তা বার্তা সবসময়ই গুরুত্ব পায়। তবে ভারতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, দ্বিপাক্ষিক সম্পর্ক ও দাপ্তরিক কাজ আগের মতোই সচল থাকবে। চলতি অর্থবছরের চলমান প্রকল্পগুলো যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

এই বিশাল স্থানান্তর প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ক্যাশ বা আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়টি ভারত সরকার সরাসরি তদারকি করছে। কর্মকর্তারা পুনরায় মনে করিয়ে দিয়েছেন যে, মিশনের কার্যক্রম বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই; বরং শুধুমাত্র ঝুঁকি এড়াতে কর্মকর্তাদের স্বজনদের নিজ দেশে সরিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে এ ধরণের পদক্ষেপ অন্যান্য বিদেশি মিশনগুলোর ক্ষেত্রেও কোনো নতুন বার্তার ইঙ্গিত দেয় কি না, তা এখন দেখার বিষয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে