ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক টাকার নিচের পাঁচ লিজিং কোম্পানির শেয়ারে সর্বোচ্চ দরবৃদ্ধি

২০২৬ জানুয়ারি ২০ ১৯:৩১:০১
এক টাকার নিচের পাঁচ লিজিং কোম্পানির শেয়ারে সর্বোচ্চ দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অবসায়ন বা কার্যক্রম বন্ধের প্রক্রিয়ায় থাকা নয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) মধ্যে পাঁচটির শেয়ার দীর্ঘ দরপতনে এক টাকার নিচে নেমে গিয়েছিল। দীর্ঘদিন বিনিয়োগকারীদের আগ্রহের বাইরে থাকা এসব ঝুঁকিপূর্ণ শেয়ার হঠাৎ করেই আবার বাজারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক টাকার নিচে থাকা ওই পাঁচ প্রতিষ্ঠানের শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। একই সঙ্গে এসব শেয়ারে লেনদেনের পরিমাণও ছিল চোখে পড়ার মতো। অবসায়ন প্রক্রিয়াধীন এমন প্রতিষ্ঠানের শেয়ারে হঠাৎ এই আগ্রহ কে বা কারা সৃষ্টি করছে—তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

যেসব প্রতিষ্ঠানের শেয়ারদর হঠাৎ বেড়েছে, সেগুলো হলো-পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

বাজার তথ্য অনুযায়ী, পিপলস লিজিংয়ের শেয়ারদর ৭ পয়সা বা প্রায় ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ পয়সায়। ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর ৪ পয়সা বা ৮.৫০ শতাংশ বেড়ে হয়েছে ৫৫ পয়সা। এফএএস ফাইন্যান্সের শেয়ারদর ৭ পয়সা বা প্রায় ১১ শতাংশ বেড়ে ৭২ পয়সা, ফারইস্ট ফাইন্যান্সের দর ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৬৭ পয়সা এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ৪ পয়সা বা ৮.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ পয়সায়।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে—বন্ধের তালিকায় থাকা নয়টি এনবিএফআইয়ের সবগুলোই অবসায়নে যাচ্ছে না। কিছু প্রতিষ্ঠান বিশেষ শর্তে ছাড় পেতে পারে। যদিও কোন প্রতিষ্ঠান ছাড় পাবে এবং কোনটি বন্ধ হবে, তা এখনো চূড়ান্ত নয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে