ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

অবশেষে শোকজের জবাব দিলেন বিসিবির সেই পরিচালক

২০২৬ জানুয়ারি ১৯ ১১:১৬:৫৩
অবশেষে শোকজের জবাব দিলেন বিসিবির সেই পরিচালক

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট পরিচালকের বিতর্কিত মন্তব্যের কারণে শোকজ নোটিশ পাওয়া এম নাজমুল ইসলাম অবশেষে বিসিবির কাছে তার লিখিত জবাব জমা দিয়েছেন। বিসিবি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিত ব্যাখ্যা দিতে বলেছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো উত্তর দেননি।

বিসিবি সূত্র জানিয়েছে, টাইগার ক্রিকেটারদের বিষয়ে বিতর্কিত মন্তব্য এবং তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার পর সমালোচনার মুখে পড়েছিলেন নাজমুল। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়।

ঘটনার জেরে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন, যার ফলে বিপিএলের একটি ম্যাচও মাঠে অনুষ্ঠিত হয়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগ দাবি করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন।

বিসিবির পদক্ষেপকে স্বাগত জানিয়ে ক্রিকেটাররা শর্তসাপেক্ষে মাঠে ফিরেন। তাদের শর্ত ছিল—নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এরপর ১৫ জানুয়ারি সকালে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যেখানে ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি। অবশেষে আজ, রোববার, বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে তিনি তার জবাব জমা দিয়েছেন। তবে সেই চিঠিতে নাজমুল কী লিখেছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে