ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিনিয়োগকারীদের মাথা ঘামাচ্ছে প্রকৌশল খাতের তিন কোম্পানি

২০২৬ জানুয়ারি ১৩ ১৭:০৫:৪৩
বিনিয়োগকারীদের মাথা ঘামাচ্ছে প্রকৌশল খাতের তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তিন কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিকভাবে লোকসানের পরিস্থিতি তৈরি করছে। কোম্পানি তিনটি হলো—বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল। গত এক মাস ধরে এই তিন প্রতিষ্ঠানের শেয়ার দর ক্রমাগত কমে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর মধ্যে গোল্ডেন সন ইতোমধ্যে ফেসভ্যালুর নিচে নেমে গেছে। অপর দুই কোম্পানি ফেসভ্যালুর নিচে নামার পথে রয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তিন কোম্পানির মধ্যে সবচেয়ে কম দরে লেনদেন হচ্ছে গোল্ডেন সনের। গত এক মাসে শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সায়। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরি এই কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০০ কোটি এবং ১৭১ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির পুঁজিভুত লোকসান ৪ কোটি ৯৩ লাখ টাকা। সর্বশেষ ২০২৪ সালে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। জুলাই-সেপ্টেম্বর’২৫-এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান ৩৯ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫ টাকা ৬৬ পয়সা। কোম্পানির ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালকদের অংশ ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২১.৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর ৪৭.৭৪ শতাংশ।

বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর এক মাসে ৬০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমে ১০ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। ১৯৯০ সালে তালিকাভুক্ত এই ‘বি’ ক্যাটাগরি কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ২০০ কোটি এবং ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ১৮২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। জুলাই-সেপ্টেম্বর’২৫-এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান ৭০ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৭ টাকা ৯৮ পয়সা। কোম্পানির ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালক ২৯.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬.৬৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৬৩.৩৬ শতাংশ।

এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর এক মাসে ৪ টাকা ১০ পয়সা বা ২৫.৯৫ শতাংশ কমে ১১ টাকা ৭০ পয়সায় নেমেছে। ২০০৬ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরি এই কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৩৫০ কোটি এবং ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ৪০ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা হয়নি। জানুয়ারি-মার্চ’২৫-এর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় ১৯ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৩৩ পয়সা। কোম্পানির ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০ শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালক ৪৮.৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৪.৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ২৬.৭৬ শতাংশ।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে