ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক বাড়লেও নির্বাচনের প্রভাবে স্থবির শেয়ারবাজার

২০২৬ জানুয়ারি ১৩ ১৪:৫৩:৫১
সূচক বাড়লেও নির্বাচনের প্রভাবে স্থবির শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৩ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক এবং মোট লেনদেনের অঙ্ক কিছুটা বেড়েছে। তবে অপর দুই সূচকের মধ্যে একটি সামান্য কমলেও অন্যটি ঊর্ধ্বমুখী ছিল। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে শেয়ারবাজারে। ফলে প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ দশমিক ৭০ পয়েন্টে। অপরদিকে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ দশমিক ১২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

লেনদেনের চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে মোট প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩ দশমিক ৬৭ পয়েন্টে। আগের দিন এই সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে