ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ জানুয়ারি ১০ ১৫:০১:৩৮
চলতি সপ্তাহে কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (১১–১৫ জানুয়ারি’২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এসব কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রেকর্ড ডেটের দিন পর্যন্ত যাদের কাছে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার থাকবে, তারাই কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার হিসেবে গণ্য হবেন। পাশাপাশি রেকর্ড ডেটের আগ পর্যন্ত যারা নতুন করে শেয়ার কিনবেন, তারাও শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন এবং ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের আওতায় থাকা কোম্পানিগুলো হলো— আলহাজ টেক্সটাইল ও বিডিকম অনলাইন।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ জানুয়ারি বিডিকম অনলাইনের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত একটি রেকর্ড ডেট অনুষ্ঠিত হয়। তবে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেওয়ায় নতুন করে ১৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রেকর্ড ডেট উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে