ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দিল্লিতে নরসিমা রাওকে যা বলেছিলেন খালেদা জিয়া

২০২৫ ডিসেম্বর ৩১ ১১:৫৫:৪১
দিল্লিতে নরসিমা রাওকে যা বলেছিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : ১৯৯২ সালে নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাওয়ের বক্তব্যের সরাসরি বিরোধিতা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সফরকালে এক আলোচনায় নরসিমা রাও অভিযোগ করেন, বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন।

এ সময় বেগম খালেদা জিয়া স্পষ্ট ভাষায় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, “ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন—এর অর্থ এই নয় যে তারা সবাই বাংলাদেশি।”

এই ঘটনার উল্লেখ করেছেন ভারতীয় লেখক পুনম পান্ডে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে পুনম পান্ডের লেখা ‘ইন্ডিয়া–বাংলাদেশ ডমেস্টিক পলিটিক্স’ বইয়ের উদ্ধৃতি তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে মাত্র দুবার ভারত সফর করেন।

উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে