ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কলেজ শিক্ষার্থীদের জন্য সুখবর

২০২৫ ডিসেম্বর ৩১ ১১:২২:৫৪
কলেজ শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ছুটির তালিকায় কলেজ শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষ্যে আরও ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে ছুটির তালিকায়।

একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরুর সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ১ জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন এবং পরীক্ষার ফল আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে