ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করবেন যেভাবে

২০২৫ ডিসেম্বর ২২ ১২:১৩:২৯
হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন বার্তা অনুবাদ ফিচার, যা কোনো আলাদা অ্যাপ ছাড়াই চ্যাটের ভেতরেই বার্তা অনুবাদ করার সুযোগ দেয়। এই নতুন বিল্ট-ইন ফিচার উভয় প্ল্যাটফর্ম—অ্যান্ড্রয়েড ও আইওএসে—প্রযোজ্য।

নতুন অনুবাদ ফিচার বিশেষভাবে উপযোগী হবে যাত্রী, আন্তর্জাতিক, ব্যবসায়িক এবং ভাষা শেখার আগ্রহীদের জন্য। ব্যবহারকারীরা চাইলে একক বার্তা অনুবাদ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাটের স্বয়ংক্রিয় অনুবাদও চালু করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের অনুবাদ ফিচার ব্যবহারের ধাপ

ধাপ ১: হোয়াটসঅ্যাপ আপডেট করুন

অনুবাদ ফিচার ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল আছে। ফিচারটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে, তাই অ্যাপ স্টোরে আপডেট যাচাই করা প্রয়োজন।

ধাপ ২: একক বার্তা অনুবাদ

১. অনুবাদ করতে চাওয়া চ্যাট খুলুন২. সংশ্লিষ্ট বার্তায় লং-প্রেস করুন৩. অ্যান্ড্রয়েডে তিন ডট মেনু বা আইওএসে কনটেক্সট মেনু খুলুন৪. ‘অনুবাদ (Translate)’ অপশন সিলেক্ট করুন৫. মূল বার্তার নিচেই অনুবাদ দেখা যাবে

ধাপ ৩: স্বয়ংক্রিয় অনুবাদ চালু করুন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পুরো চ্যাটের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ সক্ষম করতে পারবেন। সেটিংস>চ্যাটস>ট্রান্সলেশন অপশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে এবং পছন্দের ইনপুট ও আউটপুট ভাষা নির্বাচন করতে হবে। একবার চালু হলে সেই চ্যাটে আসা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, হিন্দি সহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা সমর্থন করছে। তবে অঞ্চলভেদে ভাষার তালিকায় কিছুটা পার্থক্য থাকতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন অনুবাদ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বহুভাষিক যোগাযোগ আরও সহজ, দ্রুত এবং কার্যকরভাবে করতে পারবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে